বৃহঃ. এপ্রি ১৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

79খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : সস্তায় আইফোন তৈরি করতে যাচ্ছে রাশিয়া। ২০১৮ সালে মাত্র ১৩০ মার্কিন ডলারে আইফোন বাজারে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। দামে সস্তা হলেও ফোনটি আসল আইফোনের মানের সঙ্গেই তুলনা করা হবে।

দেশটির নিজস্ব ইলেক্ট্রনিক্স পার্ট সংস্থা ‘রসটেক’ এই ফোনটি তৈরি করবে বলে জানানো হয়। এ ব্যাপারে গত ২২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের প্রধান ইগর কজলভ বলেন, ২০১৮ সালে আমাদের নিজস্ব আইফোন থাকবে। যেটির মূল্য হবে মাত্র ১৩০ ডলার।
রাশিয়ার উচ্চ প্রযুক্তি সংস্থাগুলি আরও এগিয়ে নিতে ২০০৭ সালে রসটেকের প্রতিষ্ঠা করে। দেশটির রাষ্ট্রপতি এই সংস্থার মহাপরিচালককে নিয়োগ করেন।
এ ব্যাপারে অ্যাপল এবং রসটেক এর সঙ্গে সিএনবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো সংস্থাই তাৎক্ষণিক মন্তব্যের জন্য রাজী হয়নি। এই বছরের ৭ সেপ্টেম্বর আইফোন ৭ উন্মোচন করে মার্কিন সংস্থা অ্যাপল। নতুন আইফোনের বাজার মূল্য করা হয় ৬৪৯ মার্কিন ডলার। আর আইফোন ৭ প্লাসের দাম ৭৬৯ ডলার।