Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kচাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম সোনা’র সভাপতিত্ত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান সেন্টু।

তিনি বলেন, এরশাদের আমলে কাউকে ঘুস দিয়ে চাকুরী নিতে হয়নি, ওই সময় মানুষ শান্তিতে ছিল। পল্লীবন্ধু এরশাদ সঠিক সময়ে সঠিক সিদ্ধান নেন, আগামীতেও তিনি দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিবেন। আগামীতে জেলা পরিষদ নির্বাচন আছে, আগামীতে জাতীয় নির্বাচন হবে, আপনাদেরকে আরো এক্যবদ্ধ হতে হবে, যাতে একক ভাবে আমরা নির্বাচন করতে পারি। জাতীয় পার্টির মধ্যে কোন হানাহানি নেয়, জাতীয় পাটি কখনো হানাহানি করে টিভির শিরোনাম হয় না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, মাননীয় প্রধান মন্ত্রী আপনার দলের মধ্যে খালি খাই খাই, দেশের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী আপনি আপনার নেতাকর্মীদের এসব কর্মকান্ড থেকে থামান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা সরদার শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আলাউদ্দীন টিপু, জেলা যুবসংহতির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনসহ বিভিন্ন রাজশাহী নওগাঁসহ চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক শাহজাহান আলী। পরে এ্যাডভোকেট নজরুল ইসলাম সোনাকে সভাপতি ও শাহজাহান আলীকে সম্পাদক করে ১১১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়।