Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বাংলাদেশ মহিলা পরিষদ সুদীর্ঘ ৪৬ বছর ধরে নারীর মানবাধিকার রক্ষা ও সমতা প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে সংগঠনটি। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ১৬ সাংগঠনিক মাস ঘোষণা করেছে। এবছরে সমাজে ও রাষ্ট্রে নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার লক্ষে ”ধর্মীয় মৌলবাদ,জঙ্গীবাদ প্রতিহত করি তরুন সমাজকে নারী আন্দোলনে যুক্ত করি” এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর জেলা শাখা ৩০ সেপ্টেম্বর ১৬ সারা মাস জুড়ে বিভিন্ন পাড়া, ইউনিয়ন ও উপজেলা শাখায় সাংগঠনিক সফর সহ নানা স্থানে কর্মী সভা, মত-বিনিময় সভা, আলোচনা সভা, উঠান বৈঠক, সাংগঠনিক প্রশিক্ষণ, তরুনীদের নিয়ে মত-বিনিময় সভা সহ অন্যান্য কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

দিনাজপুর জেলা শাখা সাংগঠনিক মাসের সমাপণী উপলক্ষ্যে শুক্রবার ৩০ সেপ্টেম্বর ১৬ জেলা কার্যালয়ে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ রহমান। শুরুতে স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড.মারুফা বেগম। তিনি বলেন, বর্তমানে জঙ্গী হামলা একের পর এক ঘটেই চলেছে। আর এর শিকার হচ্ছে তরুণ সমাজ। তরুণ সমাজকে বিভ্রান্ত করে ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা, সংখ্যালঘু নির্যাতনসহ দেশজুড়ে তান্ডব শুরু করেছে। এসব ঘটনা আমাদের বিবেককে স্তম্ভিত করে দিচ্ছে। সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণ ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের প্রতিনিধি তরুণরা। আর এই তরুণরাই বেছে নিচ্ছে নৈতিক অবক্ষয়ের পথ। তরুণদের নৈতিক চেতনা ও মূল্যবোধ বিকাশের জন্য প্রয়োজন সচেতন পদক্ষেপ, যুগোপযোগী সিদ্ধান্ত, ন্যায় বিচারের নিশ্চয়তা, নারী – পুরুষের সমতার সংস্কৃতি এবং যথোপযুক্ত শিক্ষার সুযোগ। নারীদের ইতিবাচক অর্জন থাকা সত্ত্বেও আজকে ঘরে-বাইরে কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তহীনতায় থাকতে হয়। এ ধরনের সহিংসতা নির্মূলে সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ আন্তরিক উদ্যোগী হবেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সম্মানীয় সদস্য আজাদী হাই ও আকতার কহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রতœা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু, প্রচার সম্পাদক মওদুদা বেগম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রওশন আরা, সমাজ-কল্যাণ সম্পাদক নুরুননাহার, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সুমিত্রা বেসরা এছাড়াও জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।