বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে কন্যা শিশুদের সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক প্রাথমিক শিশুদের ছড়া পাঠ এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে কন্যা শিশু দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে কন্যা শিশু সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট সংগঠক আলতাফ আলী চৌধুরী, দিনাজপুর সরকারি গ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ নুরুল ইসলাম, আদর্শ কলেজের প্রভাষক ড. টিটু রেদওয়ান,কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক সিরাজুম মনিরা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেট স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।
কন্যা শিশু সমাবেশ শেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক প্রাথমিক শিশুদের ছড়া পাঠ এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।