Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : নানা কর্মসূচীর মাধ্যমে দিনাজপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায়, বিকশিত নারী নেটওয়ার্ক ও জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরাম এর উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৬ পালন করেছে। “শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু বিবাহ বন্ধ করা এবং কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে আলোচনা সভা, র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় জাতীয় মহিলা সংস্থার সম্মুখ সড়কে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় দিনাজপুর বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা’র সভাপতিত্বে এবং বিকশিত নারী নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক নারী নেত্রী আইরিন লতিফ এর সঞ্চালনায় জাতীয় কন্যা শিশু দিবস-২০১৬ উপলক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।