খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : বৃহস্পতিবার পাকিস্তানী সেনাদের হাতে ‘আটক’ ২২ বছর বয়সী এক ভারতীয় সেনাকে উদ্ধার করে দেশে ফেরানোর জন্য উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রাজনাথ সিং। তিনি বলে, পাকিস্তানে বন্দি সেনাকে ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেবে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনা কর্তৃপক্ষ বুধবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে সার্জিক্যাল হামলা চালানোর দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ওই ভারতীয় সেনাকে আটক করার দাবি করে।
সার্জিক্যাল হামলা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই পাকিস্তানী সংবাদমাধ্যম ডন জানায়, পাকিস্তানের হামলায় আটজন ভারতীয় সেনা নিহত এবং একজন জীবিত অবস্থায় আটক হয়েছে।
সেনা মুখপাত্র অসীম বাজওয়ার বরাতে ডন জানায়, আটক ভারতীয় সেনার নাম চান্দু বাবুলাল চৌহান। তিনি ভারতের সেনাবাহিনীর বিশেষায়িত বাহিনী ‘রাষ্ট্রীয় রাইফেলস’ সদস্য।
রাষ্ট্রীয় রাইফেলস জানায়, আটককৃত ব্যক্তি তাদের বাহিনীর সদস্য। তিনি সার্জিক্যাল অপারেশনে অংশ নেননি। সীমান্তে কর্মরত থাকা অবস্থায় তিনি ‘অসাবধানতাবশত’ নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পার হয়ে যান। এরপর পাকিস্তানি সেনারা তাকে বন্দি করে নিয়ে যায়।
এদিকে ভারতীয় সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের সীমান্ত অতিক্রম করা সামরিক বা বেসামরিক লোকজনের জন্য অস্বাভাবিক কিছু নয়। বিরাজমান ব্যবস্থার আলোকে এসব ব্যক্তিকে ফেরত দেয়া হয়।
সূত্র জানায়, ভারতীয় মিলিটারি অপরাশেন্স ডিজি (ডিজিএমও) লে. জেনারেল রনবির সিং বৃহস্পতিবার রাতে পাকিস্তান আর্মির ডিজিএমও’র সঙ্গে আটক সেনাকে ফেরতের বিষয়ে কথা বলেছেন।