Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ :  ছবির মেয়েটিকে দেখে অনেক কিছু মনে পড়ে যাবে অনেকেরই। কানে বাজবে ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘একদিন স্বপ্নের দিন’ শিরোনামের জনপ্রিয় সেই গানটি। প্রশ্ন জাগবে মনে কোথায় আছেন এ নায়িকা? আড়ালে কেন?
টালিউডের এক সময়ের দাপুটে এ নায়িকার নাম প্রিয়াঙ্কা ত্রিবেদী। তখনকার সময় মিস ক্যালকাটাও বলা হতো তাকে। ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়িকা তিনি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ১৯৯৮ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
প্রথম ছবিতে বাংলাদেশের নায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বাংলাদেশের দর্শকদের পাশাপাশি কলকাতার দর্শকরা ‘হঠাৎ বৃষ্টি’ ছবির পর থেকেই আপন করে নেন এ নায়িকাকে।
এরপর একে একে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় মিলিয়ে ১২টিরও বেশি ছবি করেন। ২০০২ সালে অভিষেক পাওয়া জিতের সঙ্গে ‘সাথী’ সিনেমাতেও অভিনয় করেন। এ ছবির পর দর্শকপ্রিয়তা বেড়ে বহুগুণ হয় তার। সেই জনপ্রিয়তার সূত্র ধরে জিৎ-প্রিয়াঙ্কা জুটি বেঁধে আরও পাঁচটি বাংলা ছবি মুক্তি পায় তাদের।
কিন্তু হঠাৎ করেই ২০১১ সালে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান প্রিয়াঙ্কা। চলচ্চিত্রে এ অভিনেত্রীর কোনো সন্ধান না পাওয়ায় সবাই ধরে নিয়েছিলেন ছবির জগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি।
তবে কে মিথ্যে প্রমাণ করে আবার চলচ্চিত্রে ফিরেছেন। তবে বাংলা ছবি নয় দক্ষিণী ছবিতে। সেখানে এ বছর তার অভিনীত একটি ছবি রিলিজ দেয়া হবে বলেও জানা গেছে। বর্তমানে এ নায়িকা সংসার জীবন নিয়েও ব্যস্ত রয়েছেন। কন্নড় ছবির নায়ক উপেন্দ্র কুমারকে বিয়ে করেন। বর্তমানে স্বামী ও দু’সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে বসবাস করছেন।