Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:
কুমিল্লায় রাস্তার যানজটের মধ্েয গাড়িতে হামলা চালিয়ে এক ইউপি চেয়ারম্যান ও তার এক সহযোগীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে; আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন সরকার (৩৬) এবং তার সহযোগী মহিউদ্দিন ভূঁইয়া (২০)।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় তারা হামলার শিকার হন বলে তাদের হাসপাতালে নিয়ে আসা মিন্টু মিয়া সরকারের ভাষ্য।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া জানান, সকালে পৌনে ১০টার দিকে চারজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মনির ও মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
তাদের শরীরে গুলি ও কোপের চিহ্ন ছিল। অলি (৩০) ও সুমন (২২) নামে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন বলে এস আই বাচ্চু জানান।
মিন্টু মিয়া সরকার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, একটি মাইক্রোবাসে করে তারা মামলার হাজির দিতে কুমিল্লা আদালতে যাচ্ছিলেন। পথে গৌরিপুর মোড়ে তাদের গাড়ি যানজটে পড়লে ১০-১২ জন ‘সন্ত্রাসী’ হেঁটে এসে তাদের দিকে এলাপাতাড়ি গুলি ছেড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
পরে তারা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।