Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:
খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: বর্তমান সময়ে ঢাকাই চলচ্ছিত্রের ব্যাস্ততম অভিনেত্রী পরীমনি। তার এবারের জন্মদিনে নতুন ছবি ‘পাগলীরে তুই’ এর ঘোষণা দেন নির্মাতা মঈন বিশ্বাস।

আগামী জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির। এখন অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ করছেন নির্মাতা। এরইমধ্যে পরীমনির বাবার চরিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত করেছেন ওমর সানিকে। এছাড়াও ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে সাদেক বাচ্চুসহ অনেকের।
মঈন বিশ্বাস বলেন, বান্দরবান এবং সিলেটে জানুয়ারিতে শুরু করবো ‘পাগলীরে তুই’। ডিসেম্বরেই ছবিটির মহরত করবো। ছবিটিতে পরীর বাবার চরিত্রে অভিনয় করবেন ওমর সানি। চূড়ান্ত কথাবার্তা হয়েছে। তাকে দুই একদিনের মধ্যেই চুক্তিবদ্ধ করবো।