Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
resize-165x105x0image-4520-1478585899খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: নিউ হ্যাম্পশায়ারের ৩ শহরে (ডিক্সভিলি নচ, হার্টস লোকেশন ও মিলসফিল্ড) মধ্যরাতের ভোটে হিলারির চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্যেই দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইউএসএ টুডে।

৩ শহরে মোট ভোটার ১০০ জনেরও কম। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৩২ আর হিলারির ঝুলিতে ২৫ ভোট।

ডিক্সভিল নচে মোট ভোটার ৮ জন, সেখানে হিলারি ক্লিনটন ৪-২ ভোটে ট্রাম্পকে হারান। হিলারির এ জয়ের ধারাবাহিকতা অব্যাহত ছিল ডিক্সভিল থেকে সামান্য বড় শহর হার্টস লোকেশনেও। সেখানে হিলারি পান ১৭ ভোট। আর ট্রাম্প ১৪ ভোট। কিন্তু মিলসফিল্ডে ট্রাম্প হিলারির ৪ গুণ ভোট পান। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ১৬ আর হিলারি ৪ ভোট।