
৩ শহরে মোট ভোটার ১০০ জনেরও কম। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৩২ আর হিলারির ঝুলিতে ২৫ ভোট।
ডিক্সভিল নচে মোট ভোটার ৮ জন, সেখানে হিলারি ক্লিনটন ৪-২ ভোটে ট্রাম্পকে হারান। হিলারির এ জয়ের ধারাবাহিকতা অব্যাহত ছিল ডিক্সভিল থেকে সামান্য বড় শহর হার্টস লোকেশনেও। সেখানে হিলারি পান ১৭ ভোট। আর ট্রাম্প ১৪ ভোট। কিন্তু মিলসফিল্ডে ট্রাম্প হিলারির ৪ গুণ ভোট পান। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ১৬ আর হিলারি ৪ ভোট।