খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ :
বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শুক্রবার সকালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুই বছর আগে বেলো হরিজন্তের এই মাঠে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। আর্জেন্টিনাকে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিতে চান ব্রাজিলের বর্তমান কোচ তিতে।
বিশ্বকাপ সেমি-ফাইনালের দুঃসহ স্মৃতি মনে রেখে ব্রাজিল কোচ তিতে বলছেন, সময়টাও বদলেছে, “অবশ্যই এখানে ফেরাটা আমাদের সবাইকে এখনও ছুঁয়ে যায়, এমনকি যারা সেদিন খেলেনি, তাদেরও। কিন্তু সব ধরণের পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে, সেটা আমাদের শিখতে হবে। দুই বছর পেরিয়ে গেছে এবং আমরাও ভিন্ন সময়ের মধ্যে আছি।”
দুঙ্গার বিদায়ের পর দায়িত্ব নেওয়া তিতের অধীনে বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ জিতেছে ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেও রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল কোচ তিতে বলেন, ব্রাজিলের সুযোগ আছে ইতিহাস নতুন করে লেখার। যেটা হয়ে গেছে, সেটা আমরা পরিবর্তন করতে যাচ্ছি না কিন্তু এবার আমরা ভালো ভাবমূর্তি রেখে যেতে পারি। সর্বোপরি আমরা ২০১৪ সাল পেরিয়ে এসেছি; দারুণ একটি দলের (আর্জেন্টিনা) বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগও।