খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬: দারুণ কিছু ম্যাচ জয়ের পরও দলের ব্যাটিং নিয়ে চিন্তার কথা জানিয়েছিলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষদিনের প্রথম ম্যাচে সেই ব্যাটিংটাই ডোবালো খুলনাকে। তাদের ছুঁড়ে দেয়া ১২৬ রানের ছোট লক্ষ্য সহজেই টপকে গেছে রংপুর রাইডার্স। সেইসঙ্গে ৭ উইকেটের জয়ে খুলনার কাছ থেকে টেবিলের শীর্ষস্থানটিও কেড়ে নিয়েছে উত্তরবঙ্গের দলটি। ম্যাচ শেষে এ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের আক্ষেপ।
প্রশ্ন : পর পর দুই হার একই দলের কাছে, কেন বলবেন ?
রিয়াদ : নিশ্চিতভাবেই তারা খুব ভালো বোলিং করেছে। কোন স্পিনারকে কিভাবে খেলতে হবে তা আমরা প্রয়োগ করতে পারিনি। পাশাপাশি প্ল্যান অনুযায়ী খেলতে পারিনি।
প্রশ্ন : উইকেটে কি রান তুলা যাচেছ না বা ব্যাটসম্যানরা কি দায়ী?
রিয়াদ : না, এটি ১৬০ রান তোলার উইকেট ছিল। কিন্তু হয়নি। আমাদের টপঅর্ডার ভালো করতে পারছে না। কয়েকটি পরিবর্তন আনার পরেও ভালো হচ্ছে না। যদি টপঅর্ডারে ভালো একটা ফ্লোর পাওয়া যেত তাহলে পরবর্তীতে মিডল অর্ডার দারুণভাবে খেলে দিতে পারতো।
পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে নেমে গেলেন, কি মনে হচ্ছে ?
রিয়াদ : পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলছি। আমাদের বোলিংটা খুবই ভালো হচ্ছে। ব্যাটিংটা আরেকটু ভালো হতে হবে। এখনও আমাদের পাঁচটা ম্যাচ বাকি আছে। এই পাঁচটা ম্যাচের মধ্যে ২-৩টা জিততে চাই।
প্রশ্ন : ম্যাচের প্ল্যান কি ছিলো ?
রিয়াদ : ১২৬ রানের টার্গেট দিয়েও রংপুরকে অলআউট করার চেষ্টা ছিল। আমাদের লক্ষ্য ছিল রংপুরকে অলআউট করবো। এই জিনিসটি মাথায় ছিল। তবে স্কোরটা ১৪০ হলে ভিন্ন কিছু হতে পারতো। বোলাররা তাদের প্ল্যান অনুযায়ী বোলিং করতে পারতো। কিন্তু স্কোরটা কম হয়ে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।
প্রশ্ন : দলে কি হার্ডহিটারের অভাববোধ করছেন?
রিয়াদ : না, আমার দলে খুব ভালো কয়েকজন হার্ডহিটার আছে। আন্দ্রে ফ্লেচার খুব ভালো হিটার। ওয়েসেলস খুব ভালো। কিন্তু পরিকল্পনা মতো মারতে গিয়ে তারা আউট হয়ে যাচ্ছে।