শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে।
তবে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৫৫ দশমিক ৪৬ শতাংশ; হাতবদল হয়েছে ৬৫৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআইও ৫৪ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ৭৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৬ টির।