খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬: কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী সংলগ্ন হাকিম সিএনজি ষ্টেশনের সামনে থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল ও ১ টি কাভার্ডভ্যান সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হল,কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কাশেম আলীর ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাওরা(মিয়া বাড়ি) গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ লিটন মিয়া (৩৬)
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম জানান ,তার নেতৃত্ত্ব এসআই সহিদুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, এএসআই নন্দন কুমার ও এএসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে ২৫/১১/২০১৬ইং তাং রাত ০০:৩০ ঘটিকার সময় কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী সংলগ্ন হাকিম সিএনজি ষ্টেশনের সামনে থেকে আসামী (১) মোঃ বাবুল মিয়া (৩৮), পিতা-কাসেম আলী, সং-রাজেন্দ্রপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং (০২) মোঃ লিটন মিয়া, পিতা-আবুল কাসেম, সাং-পাওরা (মিয়াবাড়ি), থানা-চাটখিল, জেলা-নোয়াখালীদ্বয়কে ১ হাজার বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেনসিডিল, যাহা ০৫টি প্লাষ্টিকের বস্তায়, প্রতি বস্তায় ২০০ (দুইশত ) বোতল করিয়া (২০০X৫)=১০০০ বোতল ফেনসিডিল ও ০১টি ক্যাভার্ট ভ্যানসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা রুজু হয়েছে।