খোলা বাজার২৪, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬:
বিপিএলের ৩৪তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস।
টস জিতে প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্সকে ১৮৯ রানের টার্গেট দেয় ঢাকা ডায়নামাইটস।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স।
বুধবার দুপুর ১টায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
ডায়নামাইটসের শুরুটা হয় দারুন। ওপেনারের জুটি থেকে আসে ১০৩ রান। ৯ ওভার ৫ বলে মেহেদী মারুফকে ব্যক্তিগত ৪০ রানে লেগবিফোরের ফাঁদে পেলে ঝুটি ভাঙেন রাইডার্সের সৌম্য সরকার।
এরপর দ্রুতই তিন উইকেট হারায় ডায়নামাইটস। এগারতম ওভারে সৌম্য সরকারের প্রথম বলে দ্বিতীয় শিকার হন প্রসন্ন এবং ১২তম ওভারে দলীয় ১২২ রানে ডায়নামাইটসের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান সংগ্রাহক লুইস সৌম্য সরকারের তৃতীয় শিকারে পরিণত হন।
এরপর ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া আর কেউ উইকেটে তেমন থিতু হতে পারেননি। সাবিক ব্যক্তিগত ২৯ রানে যখন আউট হন তখন ৬ উইকেটে দলীয় রান ১৭২। সেখান থেকে ৭ উইকেটে ডায়নামাইটস ১৮৮ রানে গিয়ে ঠেকে।
রংপুর রাইডার্সের সৌম্য সরকার ও রুবেল হোসেন ৩টি করে উইকেট নেন।
৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। আর ৯ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চমে রয়েছে রংপুর রাইডার্স।