খোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে বার বার নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য অ্যাড. মোসলেম উদ্দিন রাজাকার ছিলেন। তিনি মুক্তিযোদ্ধের সময় পাক-বাহিনীর পক্ষ নিয়ে স্বাধীনতা বিরোধী কর্মকান্ড পরিচালনা করেছেন। অন্যায় ভাবে সাধারন মানুষকে হত্যাসহ নির্যাতন করেছেন বলেও জানান কাদের সিদ্দিকী। তাই মোসলেম উদ্দিন এমপিকে স্বাধীনতা বিরোধী অপরাধে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। কাদের সিদ্দিকী বলেন, মোসলেম উদ্দিনের নামে যুদ্ধাপরাধী মামলা হলে তিনি প্রধান সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিবেন।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারি করণের দাবিতে পুলিশের লাঠিচার্যে কলেজ শিক্ষকসহ ২ জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহতের ঘটনায় দু:খ প্রকাশ করে কাদের সিদ্দিকী আরও বলেন যাদের উস্কানিতে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
এসময় ঘটনাস্থল পরিদর্শনে কাদের সিদ্দিকীর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীর প্রতীক), জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদসহ ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।