Wed. Sep 17th, 2025
Advertisements

46kখোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: শিখা সিংকে বলা হয় হিন্দি টেলিভিশনের নব্য প্রজন্মের ভ্যাম্প। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে তার চরিত্র আলিয়ার ধারাবাহিক কূটকচালি দর্শক বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেন।
অভিনয়টা খারাপ করেন না, তাই ফ্যান ফলোয়িংও বেড়েছে। এর আগে ‘মহাভারত’ ধারাবাহিকে ‘শিখণ্ডিনী’-র চরিত্রেও তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। আলিয়া চরিত্রের জন্য তাকে সাধারণত ওয়েস্টার্ন ওয়্যারে দেখা গেলেও সে পোশাককে মোটেই বোল্ড বলা যায় না।
কিন্তু ব্যক্তিগত জীবনে যে শিখা সাহসী পোশাক পরতে একটুও দ্বিধাগ্রস্ত নন, সেটা বোঝা গেল তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম ছবি দেখে।
স্বামীর সঙ্গে এখন কেরল ভ্রমণে গিয়েছেন তিনি। উপলক্ষ স্বামীর জন্মদিন পালন। সেখানে গিয়ে একেবারে কনটেম্পোরারি বিচ ফ্যাশনে নিজেকে সাজিয়ে নিলেন, ছবি তুলে আপলোডও করলেন ইনস্টাগ্রামে। সেই ছবি দেখে তার ফ্যানেরা বেশ আপ্লুত। বিশেষ করে বিকিনি পরা ছবিতে তাকে দেখে সকলেরই চোখ কপালে উঠেছে।
তবে শিখা এখানে খুব বুদ্ধিমতীর মতোই হিন্দি টেলি ফ্রেটারনিটির ট্রেন্ড অনুসরণ করেছেন। পর্দায় ইমেজ যাই হোক না কেন, হিন্দি টেলি-অভিনেত্রীরা বিচ ভেকেশনে গিয়ে চুটিয়ে বিকিনি ও বিচওয়্যার পরেন এবং মুহুর্মুহু সেসব ছবি আপলোড করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।
ছুটি উপভোগ করা তো মূল উদ্দেশ্য বটেই কিন্তু এর পেছনে একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য রয়েছে আর সেটা হল কাস্টিং ডিরেক্টর, প্রোডিউসারদের চোখে পড়া।