Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: 21 বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ , মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পুষ্পমাল্য ও শ্রদ্ধা জানানো হয় ।এ সময় জেলা প্রশাসনের পক্ষে তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি, সহ-সভাপতি ও সদর আসনের এমপি এ্যাড মীর শওকত আলী বাদশা, সাধারন সম্পদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, অপরদিকে জেলা বিএনপি সভাপতি এমএ সালাম, সহ-সভাপতি ওলিউজ্জামান মোজা, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, সাংগনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম,যুবদলের সভাপতি মেহেবুবুর হক কিশোর, যুবদলের সাধারন সম্পাদক আয়ুউব আলী মোল্লা বাবু, ছাএদলের সাধারন সম্পাদক তানু ভ’ইয়া প্রমুখ । জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, সরকারী পিসি কলেজ, মহিলা কলেজ, চেম্বার অব কর্মাস, এনজিও ফোরাম, বিএমএ, বাগেরহাট পৌরসভা, জেলা শিল্পকলা, বিভিন্ন ব্যাংক বীমা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এর পর বাগেরহাট ষ্টেডিয়ামে কুজ কাওয়াজের মধ্যদিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শেষ হয় ।