Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬: আইসিসি পুরস্কারের অযোগ্য মোস্তাফিজ, ভারতীয় মিডিয়ার প্রতিবেদন20
ভারতের ক্রিকেট ওয়েবসাইট স্পোর্টসকিডা এক প্রতিবেদনে মোস্তাফিজকে সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য অযোগ্য দাবী করেছেন। আইসিসির ২০১৬ এর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। কি কারণে পুরস্কারের অযোগ্য মোস্তাফিজ তাও জানিয়েছে ভারতের এই ক্রিকেট ওয়েবসাইটি।

তাদের প্রতিবেদনে বলা হয়, মোস্তাফিজ আইসিসির নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ম্যাচ খেলেনি আর পাশাপাশি তার পারফরমেন্স তেমন ভালো ছিলো না। সর্বশেষ ১২ মাসে মুস্তাফিজ মাত্র ১৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন (৩ টি ওয়ানডে এবং ১০ টি টি-টোয়েন্টি)। সেই ১৩ ম্যাচে ১১.৭৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট।
একই সময়ে ভারতের কেএল রাহুল, জাস্প্রিত বুমরাহ ও শ্রীলংকান কুশাল মেন্ডিস বেশি ভালো করেছেন। জাস্প্রিত বুমরাহ ২৪ ম্যাচে নিয়েছেন ৩৭ টি উইকেট। এছাড়া কেএল রাহুল তিন ফরমেটেই শতক হাঁকিয়েছেন।
আর প্রতিবেদনের শেষ দিকে বলা হয়, আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে এরপরেও যদি কেউ যোগ্য হোন সেটা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। মোস্তাফিজ ও রাবাদা একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। একই সময়ে দুইজনেই অসাধারণ পারফর্ম করেছেন। তবে মোস্তাফিজের থেকে রাবাদার পারফরমেন্স বেশি উজ্জ্বল। রাবাদা তিন ফরমেটে ৩২ টি আন্তর্জাতিক ম্যাচে ২৩ এর উপর গড়ে নিয়েছেন ৬৭ উইকেট।