Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭: 36কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাঁটানোর পর সোমবার সকালে ঢাকায় ফিরলেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান ও টাইগারদের উঠতি তারকা মেহেদী হাসান মিরাজ। এর আগে সকাল সাড়ে ৬ টায় গ্রামের বাড়ি থেকে কলিগজ্ঞের তেঁতুলিয়া থেকে রওনা দেন মোস্তাফিজ। এ সময় মোস্তাফিজের সঙ্গে ছিলেন বন্ধু হাফিজুর রহমান হাফিজ ও ড্রাইভার রেজাউল ইসলাম।
এদিকে ১০ টায় যশোর বিমান বন্দরে পৌঁছানোর পর সেখানে তার সঙ্গে যুক্ত হন অপর ক্রিকেটার খুলনার মেহেদী হাসান মিরাজ। এরপর সাড়ে ১০টায় বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দুই তারকা ক্রিকেটার। মোস্তাফিজের বন্ধু হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিউজিল্যান্ড থেকে ফিরে গত ২৬ জানুয়ারি সাতক্ষীরার কালিগজ্ঞের তেঁতুলিয়া গ্রামে নিজের বাড়িতে যান মোস্তাফিজ।