Thu. Sep 18th, 2025
Advertisements

Bogra-map-Sherpurখােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে বাসের ছাদ থেকে পড়ে মহিদুল ইসলাম (২৩) নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।

জানা যায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার চক বালাই গ্রামের নূর মোহাম্মাদের ছেলে মহিদুল ইসলাম গাজিপুর একটি গার্মেন্ট এ চাকরি করে আসছিল। ছুটি নিয়ে বাড়ি যাবার জন্য গত বৃহস্পতিবার রাত ১০টা দিকে গাজিপুর চন্দ্রা থেকে বি আর সুপার পরিবহনের একটি যাত্রিবাহি কোচে উঠে। আসন না পেয়ে সে বাসের ছাদের উপরে ওঠে ঘুমিয়ে পড়ে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে গাড়িটি হঠাৎ ব্রেক করলে সে বাসের ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।