Thu. Sep 18th, 2025
Advertisements

25kখােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: সিলেটে ঘিরে করে রাখা জঙ্গি আস্তানায় অভিযান চালাতে সেনাবাহিনীর একটি টিম সেখানে পৌঁছেছে। অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর সহযোগিতা চাওয়া হলে রাত ৮টায় তারা ঘটনাস্থলে পৌঁছান। এর আগে বিকালে ঢাকা থেকে বিশেষ অস্ত্র ও কৌশল বাহিনী-সোয়াতের একটি টিম দক্ষিণ সুরমার শিববাড়িতে পৌঁছায়।

সিলেট মহানগর পুলিশর (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া জানান, সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হলে রাত ৮টায় তারা ঘটনাস্থলে আসে। অভিযান সম্পর্কে দফায় দফায় বৈঠক চলছে।

পুলিশের ধারণা, চট্টগ্রাম ও ঢাকায় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের পর ওই বাড়িতে বাড়িতে আস্তানা গেড়েছে নব্য জেএমবির জঙ্গিরা। এই আস্তানায় নব্য জেএমবির শীর্ষনেতা মুসা ও নারী জঙ্গি মর্জিনাসহ কমপক্ষে তিন জঙ্গি আশ্রয় নিয়েছে।

সূত্র আরও জানায়, ঢাকা-চট্টগ্রামে অভিযানের পর আটককৃত জঙ্গিদের দেয়া তথ্যমতে ৫তলা ভবন ‘আতিয়া মহল’ শুক্রবার ভোররাত ঘেরাও করে পুলিশ। সেখানে অভিযানের লক্ষ্যে বৃহস্পতিবার রাতেই সিলেট পৌঁছায় কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

সংশ্লিষ্টরা জানান, অভিযানের আগে ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় আইনশৃংখলা বাহিনী। পার্শ্ববর্তী ৩তলা ভবন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়।