Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার ,১৬  জুন, ২০১৭: তিন দিনের সরকারি সফরে সুইডেন যাওয়ার পথে মঙ্গলবার বিকালে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা বিমানবন্দর ছাড়েন।
দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বাংলাদেশে টানা দুদিনের বর্ষণে পাহাড়ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে সেনা কর্মকর্তাসহ নিহতের সংখ্যা এপর্যন্ত ১৩৭ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামেও দেশের ভয়াবহ এই চিত্র স্থান পেয়েছে।

বরাবরের মতো এবারো লন্ডন নেমে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে যুক্তরাজ্যে বসবাসরত সহস্রাধীক প্রবাসী বাংলাদেশি। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনে শেখ হাসিনার হোটেলের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী নানা শ্লোগানে প্রকম্পিত করে তোলে গোটা এলাকা। এসময় তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে সফরকে কেন্দ্র করে হোটেলের সামনে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হলে এতে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে কোনো অপ্রিকিকর ঘটনা ঘটেনি। শেখ হাসিনার লন্ডনে অবস্থানকালীন পুরো সময় বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখবেন বলে জাস্ট নিউজকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিক্ষোভ কর্মসূচী ফেইসবুকে লাইভ সম্প্রচার করেছেন। একদিন যাত্রাবিরতির পর বুধবার স্থানীয় সময় রাতে শেখ হাসিনা সুইডেনের রাজধানীর স্টকহোমে পৌঁছবেন বলে জানা গেছে।