Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: 68১৯৯৫ সাল থেকে ইন্টারনেট বিশ্বে রাজত্ব করা ইয়াহু আর ‘ইয়াহু’ হিসেবে থাকছে না। ভেরিজনের কাছ থেকে ৪৪৮ কোটি মার্কিন ডলারে ইয়াহুকে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওথ আইএনসি।

ওথ ইয়াহুকে কিনে নেবার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ারও পদত্যাগ করছেন ইয়াহু থেকে।

ইয়াহু সহকর্মীদের কাছে লেখা এক সৌজন্য বার্তায় মারিসা মেয়ার লিখেছেন, ‘আমার পদটিতে পরিবর্তন আনায় আমি পদত্যাগ করছি।’

সিএনএন’র এক খবরে জানা গেছে, ইয়াহু ও এওএলকে নিয়ে একটি নতুন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে ভেরিজন। নতুন ওই কোম্পানির নামও ‘ওথ’ । ভেরিজনের লক্ষ্য হচ্ছে ইয়াহুর নেটওয়ার্ক কাজে লাগিয়ে ফেসবুক, গুগলের মতো অনলাইন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গড়ে তোলা।

ইয়াহুকে অধিগ্রহণের ফলে ইন্টারনেটের জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের একটি যুগের সমাপ্তি ঘটে গেল।