খােলা বাজার২৪।। শনিবার, ১৯ আগস্ট, ২০১৭: গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় স্পেনের পর্যটন শহর বার্সেলোনার লা রাম্বলা সড়কে মানুষের ভিড়ের মধ্যে সন্ত্রাসীরা একটা ভ্যান উঠিয়ে দিলে অন্তত: ১৪ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহতের মর্মান্তিক ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, “গত বৃহস্পতিবার স্পেনের পর্যটন শহর বার্সেলোনার লা রাম্বলা সড়কে ভিড়ের মধ্যে সন্ত্রাসীরা একটি ভ্যান উঠিয়ে দিয়ে ১৪ জন নিহত ও অর্ধশতাধিক মানুষের আহতের সংবাদে আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। সন্ত্রাসীদের এই নারকীয় রক্তাক্ত ঘটনা মর্মস্পর্শী ও হৃদয়বিদাররক। উগ্র সন্ত্রাসীদের এই রক্তাক্ত সহিংসতা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। উগ্রবাদীরা ভয়ঙ্কর অপরাধী, মানবতার শত্রু।
স্পেনের পর্যটন শহর বার্সেলোনার লা রাম্বলা সড়কে মানুষের ভিড়ের মধ্যে ভ্যান উঠিয়ে অসংখ্য মানুষ হতাহতের ঘটনা নি:সন্দেহে কাপুরুষোচিত নিষ্ঠুর বর্বরতা। মানুষের রক্তে হাত রঞ্জিত করে বিশ্ব পরিস্থিতিকে বেসামাল ও অস্থিতিশীল করে তুলতেই সন্ত্রাসীরা ধারাবাহিকভাকে সারা পৃথিবীতে এধরণের অমানবিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সন্ত্রাসীদের হিংস্ররূপ যেন থামছেই না। বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের মাধ্যমে এই রক্তপায়ী সন্ত্রাসীদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে।
আমি স্পেনের সংকটকালে সন্ত্রাস দমনে সেদেশের সরকারের যেকোন উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করছি। আমি স্পেনের জনগণ ও সরকারের এই দু:সময় কাটিয়ে ওঠার প্রচেষ্টার প্রতি একাত্মতা প্রকাশ করছি।
স্পেনের পর্যটন শহর বার্সেলোনার লা রাম্বলা সড়কে মানুষের ভিড়ের মধ্যে সন্ত্রাসীদের কর্তৃক ভ্যান উঠিয়ে অসংখ্য মানুষকে হতাহত করার ঘটনায় গভীর শোক ও দূঃখ প্রকাশ করছি এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করছি।