খােলা বাজার২৪।।সোমবার, ২৮ আগস্ট, ২০১৭: ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট’ এ পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্রাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২১ ও ২২ সেপ্টেম্বর, ২০১৭ ঢাকার হোটেল ওয়েস্টিনে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজকদের হাতে পৃষ্ঠপোষকতার চেক তুলে দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হাবিব হাসনাত, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন হাবিব ও অধ্যাপক ড. হাসান মাকসুদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।