শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

News Picখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭: মোঃ রাসেল মিয়া, জেলা প্রতিনিধি :  নরসিংদীতে প্ল্যানভিউ কনসালট্যান্ট এন্ড ইঞ্জিনিয়ার্স এর সহকারী প্রকৌশলী আল-আমিন এর খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ১৮ সেপ্টেম্বর, সোমবার নরসিংদী সদর উপজেলা মোড় প্রেস ক্লাব সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নরসিংদী রিসোর্স গ্র“প অব ইনস্টিটিউশন এর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন নরসিংদী শহরের সচেতন নাগরিক সমাজের শত শত পুরুষ ও নারী। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর এলাহি, মশিউর মৃধা ও নিহতের অভিভাবকগন। এছাড়াও নরসিংদীতে প্ল্যানভিউ কনসালট্যান্ট এন্ড ইঞ্জিনিয়ার্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তাগন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আল-আমিন হত্যাকান্ডে জড়িত প্রকৃত খুনীদের খোঁজে বের করাসহ ঘটনায় জড়িতদেরকে উপযুক্ত বিচার করতে হবে। নতুবা আল-আমিন হত্যাকান্ডে প্রকৃত খুনীদের বের করার জন্য নেতৃবৃন্দ শহরের প্রতিটি এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাবেন। খুনীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধতন মহলের দৃষ্টি কামনা করেছেন। ইঞ্জিঃ আল-আমিনের অভিভাবকগন নৃশংস হত্যার দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।
ঘটনাসূত্রে জানা যায়, নিহত আল-আমিন নরসিংদী প্ল্যানভিউ ইঞ্জিনিয়ারিংয়ে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি করতেন। অফিস শেষে প্রায় প্রতিদিন রাতে তিনি মোটর সাইকেলযোগে তার বাড়ি রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামে চলে যেতেন। গত ১৬ আগষ্ট বুধবার রাতে বাড়ি ফেরার পথে তিনি বেলাব উপজেলার দড়িকান্দি গ্রামে পৌঁছালে একদল ডাকাত তার গতি রোধ করে। পরে তারা আল-আমিনকে ধরে নিকটবর্তী পাটক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর তারা আল-আমিনের এপাচি ব্র্যান্ডের মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর এক ডাকাত আল-আমিনের মোবাইল ফোন থেকে তার মামা প্রকৌশলী জহিরুল ইসলামকে ফোন করে। এসময় মামা তাকে জিজ্ঞেস করে আল-আমিন তুই কোথায়। তখন ডাকাতরা প্রত্যুত্তরে বলে আমিন এখন পাটক্ষেতে। এ কথা বলে ছিনতাইকারীরা মোবাইল ফোনের লাইন কেটে দেয়।