খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর জেলা বিএনপি নেতা অধ্যাপক আলমগির হোসেনকে জেলা বিএনপির সভাপতি করার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর সদর-১ আসনে তাকে নমিনেশন দেয়ারও জোর দাবি তুলেছে তৃণমূল নেতৃবৃন্দ।
বর্তমানে পিরোজপুর জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তুষের আগুনের মত ধীরে ধীরে জ্বলছে। এই জেলায় জোটগতভাবে বিগত দিনে জাতীয় নির্বাচন করায় বিএনপি ধীরে ধীরে নেতাকর্মী হারাতে থাকে। ফলে জেলা সদরে জামায়াতের প্রভাব দিনে দিনে বাড়তে থাকে। কারন এখানকার সংসদ সদস্য ছিল জামায়াতের। জামায়াত রাজনীতিগতভাবে পিরোজপুরে ছিলো ৪ নাম্বার স্থানে। জোটের নমিনেশন পাওয়াতে জামায়াত পিরোজপুরের রাজনীতিতে এগিয়ে যায়। আর আস্তে আস্তে দুর্বল ও হতাসাগ্রস্থ পড়ে বিএনপির নেতাকর্মীরা ।
এতে পিরোজপুর জেলা বিএনপিতে নানামুখী গ্রুপিং সৃস্টি হয়। আর দীর্ঘদিন দলের কোন শক্তিশালী কমিটি না থাকার কারনে দলের নেতাকর্মীরাও হতাস। অনেকদিন ধরে শোনা যাচ্ছে জেলায় নতুন কমিটি আসছে। এতে দলের নেতাকর্মীদের মাঝে কিছুটা চাংগা ভাব দেখা যায়। কিছুদিন পর আবারো চুপচাপ! না আসছেনা কোন নুতন কমিটি। তাই তাদের সেই পুরাতন ঢোলই বাজাতে হচ্ছে।
নেতাকর্মীদের সাথে আলাপ করলে তারা জানান , দলের সাবেক ছাত্রনেতাদের দিয়ে পিরোজপুরে একটি শক্তিশালী কমিটি করে দিক বিএনপির কেন্দ্রীয় কমিটি।
কে হবে এই কমিটির সভাপতি ? তাদের কাছে জানতে চাইলে , তারা এক কথায় বলে কেন আমাদের জেলার বর্তমান সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যাপক আলমগির হোসেন। তার নেতৃত্বে আমাদের পিরোজপুর জেলায় জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মী একত্রে কাজ করবো।তিনিই পারবেন এই জেলায় আবারো বিএনপিকে রাজনীতিগত ভাবে শক্তিশালী করতে। তার পদচারনা আছে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয় বিএনপি কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, আলমগির হোসেনের পক্ষেই সম্ভব পিরোজপুরের ৩ টি নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। তিনি জানেন কোন উপজেলায়, থানায়, ইউনিয়নে বা ওয়ার্ডে কিভাবে দলের কাজ করতে হয়। দল আমাদের জেলার দায়িত্ব আলমগির হোসেনকে দিক,আমরা দলকে আমাদের সবকিছু দিয়ে দলকে ৩ টি আসনই উপহার দিবো ইন্সা- আল্লাহ্।
তারা আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর সদর-১ আসনে আলমগির হোসেনকে নমিনেশন দেওয়া না হয় তাহলে পিরোজপুরে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। পিরোজপুরের নেতাকর্মীদের একটাই দাবী কেন্দ্রীয় বিএনপি সিনিয়র নেতা ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে জেলা বিএনপির সভাপতি ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলমগির হোসেনকেই মননীত করা হোক।
নেতাকর্মীরা আরো বলেন, কেন্দ্রের আর কোন ভুলের মাসুল আমরা আর দিতে রাজি না। দল যদি আবারো একিই ভুল করেন তার মাসুল দলকেই দিতে হবে। আমরা আর তাদের ভুলের মাসুল দিতে রাজী না।
পিরোজপুর জেলা বিএনপির নেতাকর্মীদের এই মনের কথা কেন্দ্রীয় বিএনপি কতটা কর্ণপাত করে তা দেখার বিষয়। তারাই ঠিক করবে তাদের দল ঠিক রাখবেন না জোট? তবে বিএনপি এবার যদি সিদ্বান্ত নিতে ভুল করে তাহলে পিরোজপুরে বিএনপি সত্যিকারেই বিপদে পড়তে পারে। আর এখান থেকে পিরোজপুর বিএনপির বেড়িয়ে আসতে অনেক সমায়ের দরকার হবে।