খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: গুড়ার কাহালুতে টাইলস্ কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাসেল (২০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবক কাহালুর বীরকেদার গ্রামের আব্দুল হান্নানের ছেলে রাসেল (২০)।
এ ঘটনায় কালাই নওদাপাড়ার জাহাঙ্গীরের ছেলে রুবেল (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে।
কাহালু থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান, ওই কারখানায় একই মেশিনে রুবেল ও রাসেল কাজ করতো। ওখানে হাওয়া মেশিন ছিল যা দিয়ে তারা মেশিন পরিস্কার করতো। শুক্রবার ভোরে কাজ করার সময় রুবেল রাসেলের কাপড় খুলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। রাসেলকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বগুড়া শজিমেক হসপিটালের উপ-পরিচালক ডা: নির্মলেন্দু চৌধুরী জানান, পায়ুপথে বাতাস ঢুকানোর কারণে রাসেলের লিভার ক্ষতিগ্রস্থ ও পেটের নাড়ি-ভুঁড়ি ছিড়ে গেছে। সকালে তাকে নিয়ে আসার পর আইসিইউতে ভর্তি করা হয়। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল। দুপুর ৩টায় সে মারা যায়।
বগুড়া শজিমেক হসপিটালের সার্জারি বিভাগের প্রধান ডা: আব্দুল মোত্তালেবও বিষয়টি নিশ্চিত করেছেন।