শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭: অস্ট্রেলিয়ায় যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন না অন্য কোনো কাজে যাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একমাসের ছুটিতে যাওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে প্রথম প্রকাশ্যে বেরিয়ে তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত ভিসা সেন্টারে উপস্থিত হয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন। কয়েকদিনের মধ্যেই তিনি ভিসা পেতে পারেন বলেও জানা গেছে।
অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় মেয়ে বসবাস করেন।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসভবন থেকে দ্বিতীয় দফা বেরিয়ে লক্ষ্মীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক যান প্রধান বিচারপতি।
এর আগে বিকেল চারটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার সরকারি বাসভবনে যান। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে দেখতে গিয়েছিলাম। উনি বিশ্রাম নিচ্ছেন। তার শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে, আমাকে তার জন্য দোয়া করতে বলেছেন।’