Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1484145600খােলা বাজার২৪।।শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭:  টেস্টের প্রথম দিনেই শতক করেছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ডেন এলগার ও এডেন মারকরাম। আজ দ্বিতীয় দিনের শুরুতেই শতক পার করলেন হাশিম আমলা। ১১৩ বলে ১৪ বাউন্ডারিতে শতক হাকিয়েছেন আমলা। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম শতক।

গতকালের করা ৮৮ রান নিয়ে আজ মাঠে নেমেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।অপরপ্রান্তে থাকা অধিনায়ক ডু প্লেসিস ব্যাট করছেন ৭৯ রান নিয়ে।

দক্ষিণ অঅফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৫৮ রান।

দ্বিতীয় দিনের খেলা শুরু

ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে দেড় ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। ফলে মধ্যাহ্নের বিরতির সময়ও এগিয়েছে।

ব্যাট করছেন অর্ধশতক করা হাশিম আমলা ও অধিনায়ক ডু প্লেসিস।

শুক্রবার দিনশেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪২৮ রান।

কত রানে ইনিংস ঘোষণা করবে দ. আফ্রিকা?
প্রথম দিনই রানের পাহাড় গড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের মতো এবারো টস জিতে হেরে গেছে বাংলাদেশ। শুক্রবার দিনশেষে ৩ উইকেটে ৪২৮ রান করেছে প্রোটিয়ারা। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার ডেন এলগার ও এডেন মারকরাম। অর্ধশত করেছেন দিনশেষে অপরাজিত থাকা হাশিম আমলা ও অধিনায়ক ডু প্লেসিস। দ্বিতীয় দিনে ক্রিজে নেমেছেন তারা।

এলগার-মারকরাম জুটির লম্বা ইনিংসের সুবাদে প্রথম দিন বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। আজও ক্রিজে আছেন শক্ত জুটি আমলা-ডু প্লেসিস। কত স্কোরে গিয়ে থামবে এই জুটি? যদি দীর্ঘ সময় টিকে যান তবে, কত রানে ইনিংস ঘোষণা করবেন তারা?

বাংলাদেশের জন্য আরো একটি দুঃসংবাদ
দক্ষিণ আফ্রিকা সফরের আগে নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দলকে। সফরের আগে বিশ্রাম নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট সিরিজে নেই তিনি। এরপর পেসার রুবেল হোসেনের দক্ষিণ আফ্রিকা সফরে বাধা। পরে অবশ্য সে সমস্যার সমাধান হয়েছে। শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টে একাদশে খেলছেন তিনি। এরপর তামিমের ইনজুরি। পুরোপুরি ভালো না হয়েই প্রথম টেস্টে খেলতে নেমে একই জায়গায় আবার ব্যথা পেয়ে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না এই ড্যাশিং ওপেনারের।

এবার আরো একটি দুঃসংবাদ বাংলাদেশ দলের জন্য। ইনজুরিতে পড়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হাঁটুতে ব্যাথা পেয়েছেন তিনি।

ম্যাচের ৩৫তম ওভারে মোস্তাফিজুর রহমানের বল মারকরামে ব্যাট ছুঁয়ে ধেয়ে স্লিপের দিকে এলে ডাইভ দেন ইমরুল। কিন্তু বল একটু সামনে পড়ে আঘাত করে তার হাঁটুতে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইমরুল। পড়ে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

এদিকে প্রথম দিন দুই ঘণ্টা ৩৬ মিনিট মাঠে ছিলেন ইমরুল। পরে প্রায় পাঁচ ঘণ্টা তিনি মাঠের বাইরে ছিলেন।

দ্বিতীয় দিন প্রথম বল থেকে মাঠে ফিরলেও সৌম্য সরকারের সাথে ইনিংস উদ্বোধন করতে সেই সময়টুকু অপেক্ষা করতে হবে তাকে।

এর আগে প্রথম টেস্টে একই পরিস্থিতির কারণে ওপেনিং করতে পারেননি তামিম। তার অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধন করেছিলেন লিটন দাস।