খােলা বাজার২৪।। শুক্রবার, ১৩ই অক্টোবর, ২০১৭: এক সময়ে তরুণ প্রজন্মের কাছে ক্রেজ ছিলেন বলিউড হিরো ববি দেওল। বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন এই নায়ক।
‘বারসাত’, ‘বিচ্ছু’, ‘আজনাবি’, ‘সোলজার’সহ অনেক হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। খবর ডেকান ক্রনিকেলের।
তবে হঠাৎ করেই যেন হারিয়ে যান ববি। এর পেছনে অবশ্য এক পরিচালককে দায়ী করেন নায়ক।
সম্প্রতি আবারও সিনেমায় নিয়মিত হচ্ছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘পোস্টার বয়েজ’ নামের একটি নতুন সিনেমা।
তবে ববি ভক্তদের জন্য সুখবর হচ্ছে ‘রেস থ্রি’-তে দেখা যাবে তাকে।
রেস থ্রির প্রযোজক রমেশ তারুনি এর আগে সোলজার ও নাকাব ছবিতে ববি দেওলের সঙ্গে কাজ করেছেন। তিনিই এ খবরটি সামনে এনেছেন।
নভেম্বর মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে ছবিটি। সিনেমাটি পরিচালনা করবেন রোমিও ডি সুজা।
এ বিষয়ে ববি টুইটারে বলেন, ‘রেস থ্রি’- সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।