Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।।সোমবার, ১৬ই অক্টোবর, ২০১৭: মিশরের সিনাই উপদ্বীপে আইএসের হামলায় ছয় সেনা ও ২৪ জন হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৩৭ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বেশ কিছু হামলাকারী ভারি অস্ত্রশস্ত্র নিয়ে শেখ জেইদ শহরের কয়েকটি চেকপোস্টে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলেছে, হামলাকারীদের ঠেকাতে এক পর্যায়ে অ্যাপাচি হেলিকপ্টার আনা হয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনায় ২৪ জন হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। এ ছাড়া হামলাকারীদের দুটি যান ধ্বংস হয়েছে।

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী’দের হামলা ঠেকাতে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্য আহত হয়েছে। আর এপি ৩৭ জন আহতের কথা বলেছে।

ইরাক ও সিরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো ওই অঞ্চলে বেশ কিছু হামলা চালিয়েছে।

এর আগে শুক্রবার ওই উপদ্বীপে এক হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়। যার দায় স্বীকার করে আইএস।