Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭:  ওয়ানডেতে রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা। গতরাতে কিম্বার্লিতে বাংলাদেশের ছুঁেড় দেয়া ২৭৯ রান কোন উইকেট না হারিয়েই টপকে যায় প্রোটিয়ারা। তাই ওয়ানডেতে সর্বোচ্চ তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড এখন প্রোটিয়াদের দখলে।
এর আগে এই রেকর্ডটির মালিক ছিলো ইংল্যান্ড। ২০১৬ সালে বার্মিংহামে শ্রীলংকার ছুঁেড় দেয়া ২৫৫ রান বিনা উইকেটেই স্পর্শ করেছিলো ইংলিশরা। এবার ইংল্যান্ডকে সরিয়ে সর্বোচ্চ রান তাড়া করার মালিক হলো দক্ষিণ আফ্রিকা।
কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ১১০ রানের সুবাদে ৭ উইকেটে ২৭৮ রান করে বাংলাদেশ। পরবর্তীতে সেই টার্গেট কোন উইকেট না হারিয়েই র্স্পশ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কুইন্ট ডি কক ও হাশিম আমলার জোড়া সেঞ্চুরিতে ৪৩ বল হাতেই রেখেই ১০ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে ১৪৫ বলে ২১টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১৬৮ রান করেন ম্যাচের সেরা হন ডি কক। অন্যপ্রান্তে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন আমলা। তার ১১২ বলের ইনিংসে ৮টি চার ছিলো।