Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৮অক্টোবর, ২০১৭: অভ্যন্তরীণ পাঁচটি রুটে টিকেটের মূল্য কমিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও সিলেট। যাত্রীরা ১২ই অক্টোবর থেকে নতুন ভাড়ায় নভোএয়ার-এ ভ্রমণ করতে পারবেন।

চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ২৫শ’ টাকা (একমুখী), কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ৩৯শ’ টাকা (একমুখী), যশোর রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী), সৈয়দপুর রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী) এবং সিলেট রুটে সর্বনিম্ন ভাড়া ২৭শ’ টাকা (একমুখী) নির্ধারণ করেছে নভোএয়ার।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর তিনটি, সৈয়দপুর তিনটি, কক্সবাজার দুটি, সিলেট একটি এবং কলকাতা রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।