Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহসপতিবার, ১৯অক্টোবর, ২০১৭: সাধারণত আমরা ক্যান্সার বলতে ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং মহিলাদের ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সারকে অধিক বুঝি অথবা অধিক শুনে থাকি। কিন্তু গলার ক্যান্সারও হতে পারে এবং এ ধরনের ক্যান্সারের ঝুঁকি সমূহ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি।

আপনার গলায় যদি কোন লাম্প বা চাকা প্রতীয়মান হয় তাহলে প্রথমে বুঝতে হবে গলার ক্যান্সারের ঝুঁকির কথা। এমনই বলেছেন, নিউ ইয়র্কের মাউন্ট সাইনাই হেলথ সিস্টেম-এর ইএনটি বিভাগের চেয়ারম্যান ড. এরিক জেনডেন।

সাধারণত এধরনের চাকা গলার সম্মুখভাগে চোয়ালের নিচে থাকে। ঘাড়ের যে কোনো পাশেই এধরনের চাকা হতে পারে। গলায় বা ঘাড়ে এধরনের চাকা হলে কোনো ভাবেই অবহেলা করা উচিত নয়।

এছাড়া গলার স্বর বা কণ্ঠস্বরের পরিবর্তন, যদি আপনার পার্টনারের এইচপিভি সংক্রমণ ঘটে থাকে, যদি সারাক্ষণ মনে হয় আপনার গলায় কিছু আটকে আছে, কাশির সঙ্গে যদি রক্ত যায়, প্রায়শই বা বারবার গলায় ইনফেকশন বা থ্রট ইনফেকশন হয় তাহলে এসব অবহেলা করা উচিত নয়। এধরনের লক্ষণ থাকলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।

লেখক- ডা. মোড়ল নজরুল ইসলাম, চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ