Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শুক্রবার, ২০শে অক্টোবর ২০১৭: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি সেনাঘাঁটিতে দুই আত্মঘাতী হামলাকারীর গাড়িবোমা হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবারের এ হামলায় আরও ৯ জন আহত এবং ছয়জন নিঁখোজ রয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয়। হামলায় ১০ জঙ্গিও মারা পড়েছে বলে জানানো হয়েছে।

কান্দাহারের মাইওয়ান্ড জেলার চাশমো এলাকায় মধ্যরাতের এ জঙ্গি হামলা নিয়ে চলতি সপ্তাহে নিরাপত্তা বাহিনীর উপর তিনবার হামলা হল।

তালেবান জঙ্গিরা হামলা দায় স্বীকার করেছে এবং এতে ৬০ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে।

এ হামলার দু’দিন আগে তালেবান আত্মঘাতী হামলাকারী ও বন্দুকধারীরা আফগানিস্তানের গারদেজ শহরের পূর্বাঞ্চলের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ৪১ জনকে হত্যা করে।

ওই একইদিনে কাছাকাছি গজনী প্রদেশের সরকারি কার্যালয়ের কাছে গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়।