Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শুক্রবার, ২০শে অক্টোবর ২০১৭: ভারত থেকে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, প্রতি টন ৪৫৫ মার্কিন ডলার হিসেবে ১ লাখ টন চাল আমদানি করতে বাংলাদেশি টাকায় খরচ হবে ৩৭৭ কোটি ৬৪ লাখ টাকা।

তিনি আরো জানান, ঋণপত্র খোলার ৬০ দিনের মধ্যে পুরো চাল সরবরাহ করবে ভারত।