Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭: জাপানে আগাম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। উত্তর কোরিয়ার চলমান হুমকির মুখে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এই নির্বাচন আহ্বান করেন। জাপানের স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৮টায়।

রোববার রাতেই পাওয়া যাবে নির্বাচনের ফলাফল। গেলো ২৫ সেপ্টেম্বর এই নির্বাচন আহ্বান করেন প্রধানমন্ত্রী আবে।নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই নির্বাচন ডাকা প্রসঙ্গে আবে বলেন, জনতার রায় নিয়েই তার দল উত্তর কোরিয়ার সঙ্গে ‘জাতীয় সংকট’ এবং জাতীয় বিভিন্ন বিষয়ের সমাধান করতে চায়।

প্রাক-নির্বাচন জরিপের ফলাফল বলছে, নির্বাচনে শিনজো আবেই জয়লাভ করতে যাচ্ছেন। আবে যদি আবারো নির্বাচিত হয় তবে তিনিই হবেন দেশটিতে যুদ্ধ-পরবর্তী সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

এদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যেই ভোটগ্রহণ চলছে। দেশটির দক্ষিণাঞ্চলে টাইফুন ল্যান আঘাত হানার প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে ভোটার সমাগম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাপান পার্লামেন্টের শক্তিশালী নিম্নকক্ষের ৪৬৫টি আসনে লড়ছেন প্রায় ১,২০০ জন প্রার্থী।

গত ২০১২ সালে সাধারণ নির্বাচনে জয়লাভের পর এ নিয়ে দু’দফায় আগাম নির্বাচন ডাকলেন আবে। এর আগে ২০১৪ সালেও আগাম নির্বাচন ডাকেন তিনি।