Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৮অক্টোবর ২০১৭: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবেশ করেছেন। তাঁর আগমন উপলক্ষে পথে পথে ও শহরের বিভিন্ন এলাকা মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড, আশপাশের জেলা ও উপজেলা থেকে এরই মধ্যে জড়ো হন হাজারো নেতাকর্মী।

এ ছাড়া শহরের বিভিন্ন মোড়, রাস্তার পাশে এরই মধ্যে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া-আসার পথে চট্টগ্রামে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও দলের চেয়ারপারসনের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা।

বিকেলে চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল খালেদা জিয়ার। পথসভা ও নানা কর্মসূচির কারণে বিলম্ব হয়। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করে বিএনপি চেয়ারপারসন কাল রোববার সকালে কক্সবাজারে রওনা দেবেন। ২০১২ সালের পর দলীয় প্রধানের চট্টগ্রাম আগমনে উদ্দীপিত নেতাকর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামে কোনো কর্মসূচি নেই। স্বতঃস্ফূর্ত মানুষ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পুরো এলাকা ভরে গেছে।

সাবেক প্রধানমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে রাতযাপন করবেন। সেখানকার সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, নগর সভাপতি ডা. শাহাদাত হোসেন ও নগর বিএনপি নেতা শামসুল আলম।

এদিকে, নগর ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে বরণ করতে মোটরসাইকেল বহর নিয়ে অপেক্ষা করেন চট্টগ্রাম সিটি গেট এলাকায়। পথে পথে ও বিভিন্ন স্থানে নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন দলীয় চেয়ারপারসনকে। এরই মধ্যে ব্যানার-ফেস্টুনসহ পোস্টারে ছেয়ে গেছে নগরীতে।

আজ সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন খালেদা জিয়া। পথে ফেনীতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। এতে সংবাদমাধ্যমের গাড়িও হামলার শিকার হয়।