Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১ নভেম্বর, ২০১৭: কামরুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধায় জেলা জেএসডির উদ্যোগে কোট চত্ত্বরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জেএসডির সহ-সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা এজএসডির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সভাপতি নুরুল ইসলাম, জয়নাল, আনোয়ার হোসেন, তোহিদুল ইসলাম প্রমুখ।
পরে শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোট চত্ত্বরে এসে শেষ হয়।
অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধায় জেলা জাসদের আয়োজনে শহরের চৌরস্তায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, সহ-সভাপতি জোদ্দেসুর রহমান, খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিনুল হাসান মনি, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম লিটন প্রমুখ।
এর পূর্বে একটি মশাল মিছিল বের করা হয়।