Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১ নভেম্বর, ২০১৭: কামরুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় যুবদিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী, ৩০ ব্যাটালিয়ন বিজিবির সহকারি পরিচালক আবুল হাশেম, বিশিষ্ঠ শিক্ষাবিদ মনতোষ কুমার দে, উপজেলা আ:লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল কাদের প্রমূখ।
আলোচনা সভা শেষে যুব সংগঠকদের মাঝে যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ এবং সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।