Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।শনিবার, ৪ নভেম্বর, ২০১৭: বুট জোড়া তুলে রাখার পরে আশিষ নেহরার সতীর্থরা বাঁ হাতি এই পেসারের প্রশংসায় মেতে উঠেছেন। অনেক অজানা কথা জানিয়েছেন নেহরার একসময়ের সতীর্থরা।

হেমাঙ্গ বাদানি যেমন ২০০৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতি উসকে দিয়েছেন। আর সেখান থেকেই জানা গেল, সৌরভ গাঙ্গুলিকে দেওয়া কথা রেখেছিলেন নেহরাকরাচিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারত তুলেছিল ৩৫০ রান। ব্যাট করতে নেমে জবাবটাও দারুণ দিচ্ছিল পাকিস্তান। শেষ ওভারে জিততে হলে পাকিস্তানের দরকার ছিল ৯ বা ১০ রান। ক্রিজে তখন ব্যাট করছেন মইন খান। ভারতীয় দলের অধিনায়ক তখন সৌরভ গাঙ্গুলি। কার হাতে বল তুলে দেবেন তা নিয়ে চিন্তিত ছিলেন সৌরভ।

সৌরভের চিন্তিত দেখে নেহরা দৌড়ে চলে আসেন অধিনায়কের কাছে। স্বতঃপ্রণোদিত হয়ে সৌরভকে নেহরা বলেন, ‘‘আমাকে বল দাও দাদা।

আমি শেষ ওভার করছি। ম্যাচ জিতিয়ে দেব। ’’নেহরার কথা আর ফেলতে পারেননি সৌরভ। বাঁ হাতি পেসারের হাতে বল তুলে দেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। বল করতে এসেই মইনের উইকেট তুলে নেন নেহরা। শেষ ওভারে নেহরা দিয়েছিলেন মাত্র তিন রান। ভারতও জিতে নেয় সেই ম্যাচ। নেহরার আত্মবিশ্বসাই সেদিন ভারতকে জিতিয়েছিল।