খােলা বাজার২৪। সোমবার,৬ নভেম্বর, ২০১৭: চীনা ছাত্ররা ভোর পাঁচটায় উঠে প্রস্তুতি নেয় লাইব্রেরিতে যাওয়ার জন্যে। কারণ একটু দেরি হয়ে গেলে লাইব্রেরিতে বসার জায়গা বা বই পাওয়া মুস্কিল হয়ে পড়ে। চীনের হেনান প্রদেশের একটি লাইব্রেরিতে এমন ভিড় নিয়ে রুশ বার্তা সংস্থা স্পুটনিক ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলছে, চীনা ছাত্রদের এধরনের প্রচেষ্টা দেশটির প্রযুক্তি ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার একটি নিখুঁত দৃষ্টান্ত।
বিশেষ করে চীনা ছাত্রদের পোস্ট গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা এসে পড়ায় তারা লাইব্রেরিতে একটি বই বা একটু ঠাঁই পাওয়ার জন্যে রীতিমত সংগ্রাম করেন। কারণ পরীক্ষার প্রস্তুতির জন্যে তাদের প্রচুর টেক্সটবই সংগ্রহ করতে হয়। যে কারণে তারা লাইব্রেরির শরণাপন্ন হতে বাধ্য হয়। তাই লাইব্রেরির দরজা খুলতে না খুলতেই ¯্রােতের মত ছাত্ররা এসে ঢুকে পড়েন। চীনের ঝুমাদিয়ান শহরের হুয়াংঝু কলেজের একটি লাইব্রেরিতে এমন ছাত্রদের ঠেলাঠেলি করে স্থান করে নেওয়ার দৃশ্য পিপলস ডেইলি নিউজপেপারের পক্ষ থেকে গত ২৭ অক্টোবর ইউটিউবে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।
এ দৃশ্যতে দেখা যাচ্ছে একজন শিক্ষক একটি মেগাফোন হাতে ছাত্রদের ভিড়কে লক্ষ্য করে শান্ত হবার আহবান জানাচ্ছেন।