খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭:মানিকগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য শাহিন তারেকের মটোরসাইকেল চুরি হয়েছে। রোববার দুপুর বারোটার দিকে মানিকগঞ্জ কোর্ট চত্তরে আইনজীবী সমিতি ভবণের সামনে থেকে চুরির ঘটনাটি ঘটে। শাহিন তারেক জানান, জরুরী কাজে মানিকগঞ্জ প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামানের সাথে দেখা করতে যান।
আইনজীবী সমিতির ভবনের সামনে মটোরসাইকেলটি লক করে রেখে যান। কাজ শেষে ১০/১৫ মিটিন পরে ফিরে এসে মটোরসইকেলটি আর পাওয়া যায়নি। সম্পদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার