Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: ইনজুরি থেকে ফিরেই উইকেট শিকার করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপে ৩.১ ওভার বল করে ৩২ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। এদিন তার দল জয় পেয়েছে ৩০ রানে।

ইনজুরির কারণে দণি আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এরপর দেশে ফিরে ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএলে তার দল সাতটি ম্যাচ খেলে ফেললেও তাকে মাঠে দেখা যায়নি।

আজ নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামে রাজশাহী কিংস। এই ম্যাচে খেলতে নামেন মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জয়ে খেলেছিলেন ‘কাটার মাস্টার’। কিন্তু ইনজুরির কারণে ২০১৬ সালের আসরে তিনি মাঠে নামতে পারেননি।