খােলা বাজার২৪। বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭: মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন এর একটি ফুটবল মাঠে সংখ্যালঘু ক্যাথলিক খ্রিস্টানদের পোপ ফ্রান্সিস বুধবার সকালে এক ঐতিহাসিক জনসভা করেন।
পোপ সমাবেসস্থলে পৌছান নিজ গাড়িতে চড়ে। হাস্যোজ্জ্বল পোপ এ সময় হাত নেড়ে আনুমানিক ২ লক্ষ খ্রিস্ট ধর্মানুসারীর অভিবাদনের জবাব দেন। এরপর তাকে ল্যাটিন ভাষায় গান গেয়ে শুনান মিয়ানমারের নানরা।
রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্মের বর্তমান প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস সম্প্রতি প্রথমবারের মতো মিয়ানমার সফর করছেন। এটি যেকোন পোপ এর প্রথম মিয়ানমার সফর। তবে এটি কোন ধর্মীয় সফর নয়, বরং রাজনৈতিক কারণে নির্ধারণ করা হয় সফরটি।
মিয়ানমারের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। সেখানে ক্যাথলিকদের সংখ্যা প্রায় ৭ লক্ষ, যা দেশটির ৫ কোটি জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র।
সংখ্যালঘুদের একজন ৪০ বছর বয়সী গ্রেগরি থান জাও জানান, তিনি ৫ ঘন্টার বাস যাত্রা করে পৌছান সমাবেশে। তিনি আশ্চর্য হয়ে বলেন, ‘আমি কখনোই এতো ক্যাথলিক একসঙ্গে দেখিনি!’
আরেকজন ৮১ বছর বয়সী মেও বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি আমার জীবনে পোপ’কে কাছে থেকে দেখতে পাব!’
ইতোমধ্যে পোপ ফ্রান্সিস মিয়ানমারের নেত্রী অং সান সুচি এবং দেশটির সেনাবাহিনী প্রধান মিন অং লাইং এর সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন। এএফপি