খােলা বাজার২৪। বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭: সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, আগামী বছরের মধ্যেই বিদেশি পর্যটকদের ভিসা প্রদান শুরু হবে।
বর্তমানে সৌদি আরব তাদের দেশে ভ্রমণকারী বিদেশিদের মধ্যে যারা ব্যবসায়ী অথবা মুসলিম তীর্থযাত্রী, বিশেষভাবে শুধু তাদেরকেই ভিসা দেওয়া হয়।
সৌদি আরবের পর্যটন ও প্রাকৃতিক বিষয়ক প্রধান প্রিন্স সুলতান বিন সালমান বুধবার এক সাক্ষাৎকারে বলেন, বিদেশি পর্যটকদ্রে জন্য সৌদি আরব আগামি বছর থেকে উন্মূক্ত। ২০১৮ সালের শুরু থেকেই সরকারিভাবে ভিসা দেয়া শুরু করবো। আবেদনকারীদের সহজার্থে অনলাইন প্রযুক্তি ব্যবহার করবে আমাদের সরকার’। তিনি আরো বলেন, আমাদের সরকার দেশকে তেল রপ্তানির উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করতে নতুন শিল্প গড়ে তোলার চেষ্টা করছে।
প্রিন্স সুলতান সিএনএনকে বলেন, ২০১২ সালের আগস্টে সৌদি সরকার বিদেশিদের জন্য পর্যটন কেন্দ্র তৈরির কাজ শুরু করে। তাই লাল সাগর উপকূলে প্রায় ৫০ টি দ্বীপে রিসোর্ট স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। প্রকল্পটির প্রথম ধাপ ২০২২ সালে সম্পন্ন হবে। আল-আরব