Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭: ব্লুমবার্গ চ্যানেলের বরাতে জানা যায়, জীবনযাত্রার অংশ হয়ে দুবাই ও সৌদির আকাশে উড়বে চাইনিজ ট্যাক্সি।

ই-১৮৪ ড্রোন নামের এই ট্যাক্সিটি একটি চাইনিজ কোম্পানির তৈরী। ইতিমধ্যেই চীনের গুয়াংঝু কোম্পানির সদর দপ্তরে এর পরীক্ষা চালানো হয়েছে। ই-১৮৪ ড্রোন, যা চার প্রপেলার দ্বারা পরিচালিত হয়, প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার গতি।

ব্যাটারি চালিত এই ট্যাক্সি পুনরায় রিচার্জ করতে হয়। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবে।
ইহংইনক নামের এই কোম্পানিটির পরিচালক বলেন, আগামী বছরের শুরুতে দুবাইতে ট্যাক্সি ড্রোনটি উদ্বোধন হবে বলে আশা করা যায়। তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা সৌদি আরব, সিঙ্গাপুরসহ ইউরোপীয় শহরগুলোর বাজারে পৌঁছানোর পরিকল্পনা করছি। এই প্রতিষ্ঠান দাবি করেন যে, এই উড়ন্ত ড্রোনটি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান, নিরাপদ ও স্মাট পরিবহন ।