Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউনিয়নের মুন্সির হাটে পূর্বশত্রুতার কারণে নজু মুন্সি নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ উঠেছে তার চাচা আব্দুল মান্নান মুন্সির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউপি সদস্য নজু মুন্সির সঙ্গে তার আপন চাচা আব্দুল মান্নান মুন্সির পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুন্সির হাট থেকে বাড়ি ফিরছিলেন নজু মুন্সি। মুন্সির হাটের পাশে সেতুর কাছে পৌঁছলে আব্দুল মান্নান মুন্সি ও তার লোকজন নজু মুন্সিকে কুপিয়ে আহত করে।

তাকে উদ্ধার করে গোসাইরহাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নজু মুন্সিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বজলু নামে একজনকে আটক করেছে পুলিশ।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.বি.এম মেহেদী মাসুদ বলেন, ‘ইউপি সদস্য নজু মুন্সির সঙ্গে তার চাচা আব্দুল মান্নান মুন্সির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে নজু মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় মান্নান মুন্সির সহযোগী একজনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।